Train Cancelled | ১০ দিন চলবেনা লোকাল ট্রেন! বিপাকে ব্যান্ডেল-কাটোয়া শাখার যাত্রীরা, দেখে নিন তালিকা

Friday, December 19 2025, 4:56 pm
highlightKey Highlights

হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকদিন ট্রেন চলাচলে পরিবর্তন করা হচ্ছে।


২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল কাটোয়া শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল ট্রেনগুলো হলো= ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯, কাটোয়া থেকে: ৩৭৭৪৮। ২৭, ৩০ ও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল ট্রেনগুলো হলো= ব্যান্ডেল থেকে: ৩৭৭৪১, কাটোয়া থেকে: ৩৭৭৪২। আগামী ২১ ডিসেম্বর বাতিল থাকছে হাওড়া থেকে ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩, ব্যান্ডেল ৩৭২৪৬, ৩৭৭৪৯, বর্ধমান থেকে ৩৬৮৩৪, শেওড়াফুলি থেকে ৩৭০৫৬, আরামবাগ থেকে ৩৭৩৬৪, ৩৭৩৯৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File