মর্মান্তিক দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি! গাড়ির উপর পাথর বোঝাই ট্রাক উল্টে মৃত ১৪
Wednesday, January 20 2021, 10:27 am
Key Highlightsধূপগুড়ি জলঢাকা ব্রিজের কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা। ঘটনাস্থলে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু ১৪ জনের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অন্তত দশ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ৪ জন শিশু। জানা গিয়েছে, বৌভাত থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সুত্রে, জানা গেছে মঙ্গলবার রাত ৯. ৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বোল্ডার বোঝাই ট্রাক উলটে যায়। স্থানীয় বাসিন্দারা হাত দিয়েই বোল্ডার সরিয়ে গাড়ি থেকে আহত এবং মৃতদেহ দের বের করে আনেন ।
- Related topics -
- রাজ্য
- ধূপগুড়ি
- এক্সিডেন্ট

