Maa Flyover | রাতে মা উড়ালপুলে বন্ধ যান চলাচল, করা হবে রক্ষণাবেক্ষনের কাজ
Friday, March 7 2025, 5:56 am

রাতে পাঁচ ঘণ্টা মা উড়ালপুলে যান চলাচল বন্ধ। রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যান চলাচল।
কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মা উড়ালপুল। এবার সেই উড়ালপুল রাত্তিরে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মা উড়ালপুলে সমস্তরকম যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। আসলে মা উড়ালপুলের পূর্ব অভিমুখে পার্ক সার্কাস থেকে বাইপাস অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে কেএমডিএ। উড়ালপুলের বদলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোডে ওঠা যাবে।