Railway | তৈরী ট্র্যাক, এবার কলকাতা to বারাণসী পৌঁছবেন মাত্র ৪০ মিনিটে! প্রযুক্তিতে বাজিমাত IITর
Sunday, March 2 2025, 5:00 am

রেল মন্ত্রকের সাহায্যে IIT মাদ্রাজ তৈরি করেছে ৪২২ মিটার লম্বা একটি রেলের ট্র্যাক। বিমান কিংবা বুলেট ট্রেনের থেকেও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ভারতের যেকোনো প্রান্তে।
এবার নাকি কলকাতা থেকে মাত্র আধঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বেঙ্গালুরু কিংবা বেনারস! রেল মন্ত্রকের সাহায্যে IIT মাদ্রাজ তৈরি করেছে ৪২২ মিটার লম্বা একটি রেলের ট্র্যাক। চৌম্বকীয় বলের উপর ভিত্তি করে এই ট্র্যাকে ট্রেন চলবে। ঘন্টায় ট্রেনটির গতি হবে ১২০০ কিলোমিটার। অর্থাৎ বিমান কিংবা বুলেট ট্রেনের থেকেও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ভারতের যেকোনো প্রান্তে। প্রথমে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে এই হাইপারলুপ ট্রেন চলতে পারে। পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে পারে এই ট্রেন।
- Related topics -
- দেশ
- বুলেট ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- বেঙ্গালুরু
- শহর কলকাতা
- চেন্নাই
- রাজ্য