ট্র্যাকিওস্টমি সফল হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, করা হবে প্লাজমাফেরেসিস।
Thursday, November 12 2020, 2:28 pm
 Key Highlights
Key Highlightsসম্পন্ন হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র্যাকিওস্টমি।বুধবার সন্ধে সাড়ে সাতটার মেডিক্যাল বুলেটিনে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে ডা. অরিন্দম কর জানালেন সব ঠিক থাকলে বহস্পতিবার বর্ষীয়ান অভিনেতার প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস করা হবে। ডা. কর জানান, এদিন কিংবদন্তি অভিনেতার ট্র্যাকিওস্টমি করেছেন ইএনটি বিশেষজ্ঞ ডা. দীপঙ্কর দত্ত। সৌমিত্রবাবুর বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচার বেশ কঠিন ছিল। তবে তা খুব ভালভাবে সম্পন্ন হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। এবার বর্ষীয়ান অভিনেতাকে রাখা হবে পর্যবেক্ষণে। সমস্ত কিছু ঠিক থাকলে বুধবারই প্লাজমাফেরেসিসের পথে হাঁটবেন চিকিৎসকদের দল। আশা করা হচ্ছে, প্লাজমাফেরেসিস সফল হলে অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে।
-  Related topics - 
- সেলিব্রিটি
- টলিউড
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- বেলভিউ হাসপাতাল
- অভিনেতা

 
 