Ringer Lactate banned in Tripura | চরম বিষাক্ত স্যালাইন, একের পর এক রাজ্যে নিষিদ্ধ হচ্ছে রিঙ্গার ল্যাকটেট, এবার ত্রিপুরা

Thursday, January 16 2025, 3:47 pm
highlightKey Highlights

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে নিষিদ্ধ হল পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন রিঙ্গার ল্যাকটেট।


২০২৪ সালের মার্চ মাসে রিঙ্গালাইন রিঙ্গার ল্যাকটেট নিষিদ্ধ করেছিল কর্ণাটক। পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনার পর টনক নড়েছে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের। এবার সে রাজ্যেও নিষিদ্ধ হলো পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি এই স্যালাইন। জানা গেছে, বছর দুই আগেই এখানে নিষিদ্ধ করা হয়েছিল এই স্যালাইন। তবে কোনো অজ্ঞাত কারণে আবার এই স্যালাইন সরবরাহ শুরু হয়। এবার সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কড়া নিয়ম জারি করল ত্রিপুরার প্রধান দুই হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File