Supreme Court | ‘স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণের চেষ্টা নয়’-হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!
Wednesday, March 26 2025, 9:51 am

সুপ্রিম কোর্ট বলে, “এই রায়ের ২১, ২৪ ও ২৬ অধ্যায়ে মানবিকতার অভাব ও আইনকে গুরুত্ব দেওয়া হয়নি।“
উত্তর প্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলাতে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়। দেশ জুড়ে এই রায়ের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়। সুপ্রিম কোর্ট স্বত্বঃপ্রণোদিত ভাবে এই মামলা গ্রহণ করে। এদিন শীর্ষ আদালত সেই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের রায়তে স্থগিতাদেশ দেয়। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে ‘সংবেদনশীলতার অভাব’ বলে উল্লেখ করে। সুপ্রিম কোর্ট বলে, “এই রায়ের ২১, ২৪ ও ২৬ অধ্যায়ে মানবিকতার অভাব ও আইনকে গুরুত্ব দেওয়া হয়নি।“
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- এলাহাবাদ
- হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত