Europa League | ১৭ বছরের ক্ষরা কাটালো টটেনহ্যাম হটস্পার! ম্যাঞ্চেস্টারকে হারিয়ে ইউরোপা কাপ জিতলো টটেনহ্যাম!
Thursday, May 22 2025, 8:43 am

১৭ বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে ঘরে এলো উয়েফা ইউরোপা লিগের কাপ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে খেতাব জিতল টটেনহ্যাম হটস্পার।
১৭ বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে ঘরে এলো উয়েফা ইউরোপা লিগের কাপ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে খেতাব জিতল টটেনহ্যাম হটস্পার। ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় দুদলই বড় সাবধানে খেলে। ৪২ মিনিটে অনবদ্য গোল করে স্পারসকে এগিয়ে দেন ব্রেনান জনসন। এক গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যাচ শেষ হয় ১:০ গোলে। উল্লেখ্য,এর আগে ২০০৮ সালে শেষবার ট্রফি জিতেছিল টটেনহ্যাম। মহাদেশীয় স্তরে স্পারসের শেষ ট্রফি সেই ১৯৮৪ সালে। অর্থাৎ ৪ দশক বাদে মহাদেশীয় স্তরের ট্রফিও জিতল তারা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইউরোপা লিগ