Toto Registration | ৩০শে নভেম্বরের মধ্যেই সারতে হবে টোটোর রেজিস্ট্রেশন, কী কী নথি লাগবে? জেনে নিন

Friday, October 17 2025, 3:01 pm
highlightKey Highlights

টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে কী করতে হবে, কোথায় যেতে হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


৩০শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতেই হবে। টোটোচালকদের জন্যে সমন জারি করেছে প্রশাসন। লাগছে কোন কোন নথি? গাড়ির মালিকের নথির ক্ষেত্রে লাগছে আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড, রেশন কার্ড, ইত্যাদি), পাসপোর্ট সাইজের ছবি। গাড়ির নথির ক্ষেত্রে লাগছে গাড়ি কেনার চালান (Invoice), ইঞ্জিন এবং চেসিস নম্বর, গাড়ির ছবি। অন্যান্য নথির ক্ষেত্রে লাগছে একটি বৈধ মোবাইল নম্বর। যেখানে ওটিপি আসবে। ইচ্ছা করলে দিতে পারেন একটি ইমেল আইডি। রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট পোর্টাল এনেছে পরিবহন দপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File