New Town Rape Case | নিউ টাউনে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে গ্রেফতার টোটোচালক!
Sunday, February 9 2025, 9:34 am
![highlight](/img/target.png)
নাবালিকাকে বসায় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে। কিন্তু তা না করে ধর্ষণ করে খুন করে নাবালিকাকে।
নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধার কাণ্ডে গ্রেফতার এক টোটোচালক। ময়নাতদন্তের পর জানা যায়, নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে ওই টোটোচালককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে,ওই রিক্সাচালক জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ই রিক্সায় নাবালিকাকে বসায় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে। কিন্তু তা না করে ধর্ষণ করে খুন করে নাবালিকাকে। সূত্রে খবর, নিজের দোষ স্বীকার করেছে ওই ব্যক্তি। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- ক্রাইম
- ধর্ষণ
- খুন