Salvatore Schillaci | প্রয়াত 'টোটো' তথা প্রাক্তন ফুটবলার সালভাতোরে স্কিলাচি, ১৯৯০ বিশ্বকাপে জিতেছিলেন সোনার বুট

Wednesday, September 18 2024, 11:48 am
highlightKey Highlights

প্রয়াত ফুটবল জগতের 'টোটো' তথা প্রাক্তন ফুটবলার সালভাতোরে স্কিলাচি। কোলোন ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ইতালির এই স্ট্রাইকার।


প্রয়াত ফুটবল জগতের 'টোটো' তথা প্রাক্তন ফুটবলার সালভাতোরে স্কিলাচি। কোলোন ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ইতালির এই স্ট্রাইকার। ১৯৯০ বিশ্বকাপে ৬টি গোল করে সোনার বুট জিতেছিলেন তিনি। বিশ্ব ফুটবলে নাম করলেও স্কিলাচি দেশের হয়ে খেলেছিলেন মাত্র ১৬টি ম্যাচ। ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি মেসিনার হয়ে খেলেন মোট ২১৯টি ম্যাচ। ১৯৮৯ থেকে ১৯২২ সাল পর্যন্ত তিনি জুভেন্তাসের হয়ে খেলেন ৯০টি ম্যাচ। ইন্তার মিলানে মাত্র ২টো মরশুম খেলেন তিনি। ১৯৯৯ সালে অবসর নেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File