পুজো ও উৎসব

Jamai Sasthi 2025 | আগামীকাল জামাইষষ্ঠী, একনজরে দেখে নিন ২০২৫এর ষষ্ঠীর তিথি নির্ঘন্ট

Jamai Sasthi 2025 | আগামীকাল জামাইষষ্ঠী, একনজরে দেখে নিন ২০২৫এর ষষ্ঠীর তিথি নির্ঘন্ট
Key Highlights

বাংলা জ্যোষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী। এবারের জামাইষষ্ঠী পড়েছে ১লা জুন রবিবার।

বাংলা জ্যোষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী। বাঙালির কাছে জামাইষষ্ঠী মানেই বাড়ির উমার বাড়ি ফেরা এবং পরিবারকে নিয়ে জমিয়ে খাওয়াদাওয়া। এবারেও তাঁর অন্যথা হবে না। পরিবারের মঙ্গলকামনায় তিথি মেনে সারতে হবে স্ত্রীআচারও। পঞ্জিকা মতে, ৩১ মে, শনিবার রাত ৮ টা ১৫ মিনিট হইতে ১ জুন, রবিবার সন্ধ্যা ০৭ টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি। এই সময়ের মধ্যে সমস্ত আচার পালন করতে হবে শাশুড়ি জামাইদের।