Jamai Sasthi 2025 | রাত পোহালেই জামাইষষ্ঠী, বাজারে কততে বিকোচ্ছে রুপোলি ইলিশ?

Saturday, May 31 2025, 3:17 am
Jamai Sasthi 2025 | রাত পোহালেই জামাইষষ্ঠী, বাজারে কততে বিকোচ্ছে রুপোলি ইলিশ?
highlightKey Highlights

বাজারে ষষ্ঠীর আগেরদিন এবং ষষ্ঠীর দিন ইলিশের দাম থাকবে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে।


আগামীকাল জামাইষষ্ঠী। যদিও ব্যান পিরিয়ড বলে সমুদ্রে যাচ্ছেন না মৎস্যজীবীরা, তবে মৎস্যজীবী সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, জামাইয়ের জন্যে পর্যাপ্ত ইলিশ সংরক্ষণ করে রেখেছেন তাঁরা। ফলে জামাইয়ের ভুড়িভোজে কোনো ত্রুটি হবে না। হাসি থাকবে শাশুড়ির মুখেও। আজ এবং আগামীকাল চওড়া পেট, উজ্জ্বল রুপোলি রঙা ইলিশের দাম থাকবে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। জেলেভাইরা জানাচ্ছেন, তাঁরা ইলিশের জন্য বাংলাদেশ, মায়ানমারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই হিমঘরে মাছ সংরক্ষণ করেছেন। ফল মিলেছে হাতেনাতে। বেড়েছে চাহিদা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File