Paris Olympic 2024 | স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে ঝাঁপ টম ক্রুজের! সঙ্গে লাইট শো-সহ একাধিক চমক দিয়ে শেষ হলো প্যারিস অলিম্পিক
Monday, August 12 2024, 11:40 am

শেষ হলো ২০২৪ সালের অলিম্পিক। রবিবার, ১১ আগস্ট শেষ হয় প্যারিস অলিম্পিক।
শেষ হলো ২০২৪ সালের অলিম্পিক। রবিবার, ১১ আগস্ট শেষ হয় প্যারিস অলিম্পিক। ফের অপেক্ষা ৪ বছরের। স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আইওসি সভাপতি টমাস বাখ। অভিনয় করেন টম ক্রুজও। পরবর্তী অলিম্পিক ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভারতের মোট ১১৭ জন খেলোয়াড় অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল। ভারত একটি রৌপ্য সহ মোট ৬টি পদক জিতেছে।