সাত পাঁকে বাঁধা পড়লেন সৌরভ-ত্বরিতা, উত্তীর্ণ ওপেন থিয়েটারে আয়োজন করা হয় বিয়ের আসর

Saturday, January 16 2021, 8:08 am
সাত পাঁকে বাঁধা পড়লেন সৌরভ-ত্বরিতা, উত্তীর্ণ ওপেন থিয়েটারে আয়োজন করা হয় বিয়ের আসর
highlightKey Highlights

সাত পাঁকে বাঁধা পড়লেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যয় এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যয়। উত্তীর্ণ ওপেন থিয়েটারে আয়োজন করা হয় বিয়ের। আগামীকাল উত্তীর্ণতেই হবে রিসেপশন। লাল বেনারসি আর সোনার গয়না পরে সাবেকী সাজে সেজেছিলেন ত্বরিতা। ধুতি পাঞ্জাবি পরেই বিয়ে করেন সৌরভ। সপরিবারে ছবি তোলে উত্তম কুমার এবং তরুণ কুমারের উত্তরসূরিরা। কালো বেনারসিতে সেজেছিলেন সৌরভের নতুন বৌদি দেবলীনা। দাদার পরনেও ছিল কালো পাঞ্জাবি। দেওরের সঙ্গে ছবি পোস্ট করেন দেবলীনা। হিন্দি গানের লাইন “লো চালি ম্যা আপনি দেবর কী বরাত লে কর” লিখে ছবি পোস্ট করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File