Toll | জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে টোল ছাড়, যাঁদের গাড়িতে GNSS রয়েছে তারা পাবেন বিশেষ সুবিধা
২০০৮ সালের জাতীয় সড়কের টোল আদায় নীতি সংশোধন করে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে দৈনিক ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে দিতে হবে না টোল বা কর। ২০০৮ সালের জাতীয় সড়কের টোল আদায় নীতি সংশোধন করে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। GNSS থাকা যানবাহনের ন্যাশনাল পারমিট না থাকলেও জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়ের উপর সেতু, আন্ডারপাস, বাইপাস দিয়ে একদিনে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে চালক বা গাড়ির মালিককে এ বার থেকে কোনও টোল দিতে হবে না। তবে এই সুবিধা তাঁরাই পাবেন যাঁদের গাড়িতে GNSS রয়েছে।