অলিম্পিকে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে ভারতের কমলপ্রীত, স্বপ্নভঙ্গ তিরন্দাজে বাংলার অতনুর
Monday, August 9 2021, 4:25 pm
Key Highlightsটোকিও অলিম্পিকে আবারও সাফল্য অর্জন ভারতের। ভারতের কমলপ্রীত কউর পৌঁছলেন মহিলাদের ডিস্কাস থ্রো ফাইনালে। ৬৪ মিটার দূরে দুর্দান্ত ডিস্কাস ছুঁড়ে ফাইনালে সরাসরি নিজের জায়গা পাকা করলেন তিনি। ভারতীয় এই তনয়া দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সান্দ্রা পারকোভিকসের ৬৩.৭৫ মিটারের থ্রো কে টেক্কা দিলেন। জানা যাচ্ছে মহিলা ডিস্কাসের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২রা অগাস্ট। একদিকে জয়ের উৎসাহ অন্যদিকে, বাংলার ছেলে অতনু দাসের টোকিও অলিম্পিকে স্বপ্নভঙ্গ । তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হলো তাঁর।
- Related topics -
- খেলাধুলা
- টোকিও
- অলিম্পিক্স
- কমলপ্রীত কউর
- ভারত

