খেলাধুলা

ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতে অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলো নীরজ চোপড়া

ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতে অলিম্পিকে ইতিহাস সৃষ্টি  করলো নীরজ চোপড়া
Key Highlights

অলিম্পিক বা আর্ন্তজাতিক ক্রীড়া মঞ্চে প্রথমবার অ্যাথলেটিক্সের ট্র‍্যাক অ্যান্ড ফিল্ড এ সফলতা অর্জন করলো ভারত । আর ভারতের এই সফলতা এলো তেইশ বছরের যুবক নীরজ চোপড়ার হাত ধরে। তবে তাঁর এই জয় অপ্রত্যাশিত ছিলো না দেশবাসীর কাছে, কারণ ইতিপূর্বেই বিশ্ব রেকর্ড করে অনূর্ধ্ব ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কমনওয়েলথ, এশিয়ানের সোনা জয়ী পানিপথের অনেক যুদ্ধই জয় করেছেন নীরজ চোপড়া। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ৮৭.০৩ মিটারের প্রথম থ্রো'টি কেউই পেরোতে না পারায়, সেই রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করলেন নীরজ। অলিম্পিকের সবচেয়ে সফলতম শেষ পদক হিসাবে সোনা এল দেশে।