খেলাধুলাশেষ মুহূর্তেও বাতিল হতে পারে টোকিয়ো অলিম্পিক্স, আশঙ্কা প্রকাশ করলেন মুখ্য অধিকর্তা তোসিরো মুতো
কঠিন জৈব সুরক্ষা বলয় ভেদ করে ইতিমধ্যেই অলিম্পিক্স এ হানা দিয়েছে করোনা। শুধু তাই নয় একাধিক দেশের অ্যাথলিট ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হওয়ায় অলিম্পিক্স বাতিল করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও না নেওয়া হলেও অলিম্পিকের মুখ্য অধিকর্তা তোসিরো মুতো একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “যে হারে ভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে ভবিষ্যতে কী হবে এখনই বলা যাচ্ছে না। সেই জন্য আমাদের একটি বিশেষ দল ভাইরাস হানার দিকে নজর রাখছে। দরকার পড়লে শেষ মুহূর্তেও আমাদের অলিম্পিক্স বাতিল করতে হতে পারে।”