Key Highlights
১৯৮০ এবং ২০১৬ সালের পর ফের অলিম্পিক্সে খেলার সুযোগ পেল ভারতীয় মহিলা হকি দল। এবার ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জনের জীবনে প্রথম অলিম্পিক্স। রানি রামপালের নেতৃত্বে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে খেলবে। ভারতীয় হকি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মহিলাদের দলে গোলরক্ষক: সবিতা, রক্ষণ: দীপ গ্রেস এক্কা, নিকি প্রধান, গুরজিত কৌর, উদিতা, মাঝমাঠ: নিশা, নেহা, সুশীলা চানু পুখরামবাম, মণিকা, ননজ্যোৎ কৌর, সালিমা তেতে, আক্রমণ: রানি, নবনীত কৌর, লালরেমসিয়ামি, বন্দনা কাতারিয়া, শর্মিলা দেবী।
- Related topics -
- দেশ
- খেলাধুলা
- হকি
- অলিম্পিক্স