অলিম্পিক্স থেকে বের করে দেওয়া হল দীপক পুনিয়ার রাশিয়ান কোচ মুরাদ গাইদরভকে

Friday, August 6 2021, 2:03 pm
অলিম্পিক্স থেকে বের করে দেওয়া হল দীপক পুনিয়ার রাশিয়ান কোচ মুরাদ গাইদরভকে
highlightKey Highlights

৮৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে হেরে যান ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে রুপোজয়ী বক্সার দীপক পুনিয়া। বৃহস্পতিবার সান মারিনোর বক্সার মাইলস নাজিম আমিনের কাছে ২-৪ দীপক পুনিয়া পরাজিত হওয়ার পরই ওই বাউটের যিনি রেফারি ছিলেন, তাঁর রুমে গিয়ে তাঁকে আক্রমণ করেন দীপকের কোচ মুরাদ গাইদরভ । রেফারিকে শারীরিক হেনস্তা করার অভিযোগে তাঁকে বের করে দেওয়া হয়েছে অলিম্পিক্স থেকে। এমনকি আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি তাঁর অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করে দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File