আবহাওয়া

শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলা আগামী দু'দিন ভাসতে পারে বৃষ্টির জলে

শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলা আগামী দু'দিন ভাসতে পারে বৃষ্টির জলে
Key Highlights

সকাল থেকেই আংশিক মেঘলা মহানগরীর আকাশ। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপর রয়েছে । আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতা-সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার ছিটেফোঁটা বৃষ্টি হলেও তেমন বোঝা যায়নি। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা হল যথাক্রমে ২৪.৫ ডিগ্রি এবং ৩১.৬ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার,কলকাতা সহ আরও কিছু জেলায়।