Weather Update | ফাল্গুনী বৃষ্টিতে জেরবার রাজ্য, একনজরে দেখে নিন কলকাতাসহ বিভিন্ন জেলার আবহাওয়া আপডেট

আজ, ২০ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা। শনিবার অবধি শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
ফাল্গুনের অকালবৈশাখীতে জেরবার রাজ্য। আজ, ২০ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা হওয়া বইতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। আজ আকাশ মেঘলা থাকবে। শনিবার অবধি শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।