E-Vessel | কলকাতার দূষণ কমাতে এবার চলবে ইলেকট্রিক ফেরি বা লঞ্চ! বসতে পারবেন প্রায় ১৫০ যাত্রী

Thursday, January 9 2025, 10:22 am
highlightKey Highlights

কলকাতার দূষণ কমাতে অভিনব উদ্যোগ, এবার জলে চলবে ইলেকট্রিক ফেরি বা লঞ্চ।


কলকাতার দূষণ কমাতে অভিনব উদ্যোগ, এবার জলে চলবে ইলেকট্রিক ফেরি বা লঞ্চ। ২০২২ সালেই জিআরএসই’র ডাইরেক্টর শান্তনু বসু ও রাজ্য পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্তের উপস্থিতিতে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জানা গিয়েছে, বর্তমানে যে ধরনের ভেসেল চালানো হয় তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। তার বদলে চালানো হবে প্রতি ঘণ্টায় ২১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক ফেরি। এই ভেসেলটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, ২৪ মিটার দীর্ঘ। প্রায় ১৫০ জন যাত্রীর বসার ব্যবস্থা আছে এই ভেসেলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File