একপ্রকার দাদাগিরি করে রাতের অন্ধকারে খেজুরিতে তৃণমূলের অফিসে বিজেপির পতাকা !
Thursday, December 21 2023, 2:56 pm

তৃণমূলের শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরেই রাতারাতি পূর্ব মেদিনীপুরের খেজুরি হয়ে উঠল উত্তপ্ত। গত শুক্রবার রাতে খেজুর-১ এবং খেজুরি-২ ব্লকে জনকা, বীরবন্দ-সহ একাধিক এলাকায় একদল বাইক নিয়ে তৃণমূলের ছ'টি কার্যালয়ে হামলা করে, বলা বাহুল্য একপ্রকার দাদাগিরি চালায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, তারা একপ্রকার ঝামেলা করে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ।
- Related topics -
- রাজ্য
- বিজেপি
- পূর্ব মেদিনীপুর
- তৃণমূল কংগ্রেস
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।