উপনির্বাচনের জেরে ভবানীপুরে তৃণমূলের প্রচার শুরু , তৈরি আকর্ষণীয় স্লোগান
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsভবানীপুর উপনির্বাচনকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন স্লোগান। ভবানীপুর কেন্দ্রে এবারের উপনির্বাচনের জন্য তৈরী তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানটি হল, 'উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে'। এই স্লোগানকে হাতিয়ার করেই এবারের উপনির্বাচনে জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনী এই স্লোগানে ভর করেই সোমবার থেকে প্রচারে নেমেছে। ইতিমধ্যেই তৃণমূলের জোর প্রচার শুরু হয়েছে দেওয়ালে, রাস্তার মোড়ে ফ্লেক্স ও সামাজিক মাধ্যমে এই স্লোগানটি দিয়ে।