রাজ্যসাসপেন্ডেড তৃণমূল সাংসদ শান্তনু সেন, থাকতে পারবেন না বাদল অধিবেশনে
গত বৃহস্পতিবার অর্থাৎ ২২শে জুলাই রাজ্যসভায় পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার অভিযোগ সংক্রান্ত বক্তৃতা দেওয়ার সময় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর হাত থেকে বক্তৃতার কাগজ ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শুধু তাই নয়, বক্তৃতার কাগজ ছিনিয়ে নিয়ে সেটি ছিঁড়ে টুকরো-টুকরো করে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের আসনের দিকে ছুঁড়ে দেন। আজ, শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয়’ আচরণের জন্য সাংসদ শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।