Hashkhali Rape Case | হাঁসখালি গণধর্ষণ মামলায় দোষী TMC নেতা ও ছেলে-সহ ৯ অভিযুক্ত! সাজা ঘোষণা আগামীকাল!

২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে একটি নাবালিকাকে গণধর্ষণ ও মৃতদেহ দাহের ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত।
২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে একটি নাবালিকাকে গণধর্ষণ ও মৃতদেহ দাহের ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত। মূল অভিযুক্ত সোহেল গোয়ালি ও তাঁর父 সমরেন্দ্র গোয়ালি। সিবিআই তদন্তে জানা যায়, তৃণমূল নেতা এবং তাঁর ছেলের involvement ছিল। নির্যাতিতার পরিবারকে ভয় দেখিয়ে ঘটনাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনা রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।
