Hashkhali Rape Case | হাঁসখালি গণধর্ষণ মামলায় দোষী TMC নেতা ও ছেলে-সহ ৯ অভিযুক্ত! সাজা ঘোষণা আগামীকাল!

Monday, December 22 2025, 4:13 pm
Hashkhali Rape Case | হাঁসখালি গণধর্ষণ মামলায় দোষী TMC নেতা ও ছেলে-সহ ৯ অভিযুক্ত! সাজা ঘোষণা আগামীকাল!
highlightKey Highlights

২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে একটি নাবালিকাকে গণধর্ষণ ও মৃতদেহ দাহের ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত।


২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে একটি নাবালিকাকে গণধর্ষণ ও মৃতদেহ দাহের ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত। মূল অভিযুক্ত সোহেল গোয়ালি ও তাঁর父 সমরেন্দ্র গোয়ালি। সিবিআই তদন্তে জানা যায়, তৃণমূল নেতা এবং তাঁর ছেলের involvement ছিল। নির্যাতিতার পরিবারকে ভয় দেখিয়ে ঘটনাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনা রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File