দেশ

Tirupati Threat | তিরুপতিতে আরডিএক্স বিস্ফোরণের হুমকি! শহর মুড়লো পুলিশি নিরাপত্তায়

Tirupati Threat | তিরুপতিতে আরডিএক্স বিস্ফোরণের হুমকি! শহর মুড়লো পুলিশি নিরাপত্তায়
Key Highlights

তামিলনাড়ুতে গা ঢাকা দিয়ে থাকা আইএসআই এবং LTTE জঙ্গিরা শহরের চার জায়গায় আরডিএক্স বিস্ফোরণ ঘটাতে পারে, এমনই খবর এসেছে পুলিশের কাছে।

ধর্মীয়স্থান হিসেবে তিরুপতি ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছে জঙ্গি হামলা হতে চলেছে শহরে। সম্প্রতি প্রশাসন ২টি এমন ইমেলের খোঁজ পেয়েছে, যেখানে হামলার ইঙ্গিত রয়েছে। তামিলনাড়ুতে গা ঢাকা দিয়ে থাকা আইএসআই এবং LTTE জঙ্গিরা শহরের চার জায়গায় আরডিএক্স বিস্ফোরণ ঘটাতে পারে, খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। শহরের একাধিক জায়গায় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড মোতায়েন করা হয়েছে। একাধিক মন্দির, বাসস্ট্যান্ড ও বাজারে চলছে তল্লাশি।