Train Ticket | ৪ মাস নয়, ট্রেনের টিকিট বুক করতে হবে ২ মাস আগে! ১ নভেম্বর থেকে জারি নয়া নিয়ম
Thursday, October 17 2024, 11:56 am
Key Highlights
টিকিট বুকিংয়ের খেত্রে সময়সীমা ১২০ দিন থেকে কমে দাঁড়াচ্ছে ৬০ দিন।
দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এলো বদল। টিকিট বুকিংয়ের খেত্রে সময়সীমা ১২০ দিন থেকে কমে দাঁড়াচ্ছে ৬০ দিন। ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের সময়সীমা ৪ মাস থেকে কমিয়ে ২ মাস করা হচ্ছে। ১ নভেম্বর থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। তবে এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ হিসেবেই গণ্য হবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগেই।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- ট্রেন
- ভারত
- দেশ