কলকাতা মেডিক্যাল কলেজ

Tilottoma । দ্রোহের গ্যালারির সামনেই ভাঙা হলো তিলোত্তমার মূর্তির মুখ, দুষ্কৃতীরা এখনও অধরা

Tilottoma । দ্রোহের গ্যালারির সামনেই ভাঙা হলো তিলোত্তমার মূর্তির মুখ, দুষ্কৃতীরা এখনও অধরা
Key Highlights

গতকাল, কলকাতা মেডিকেল কলেজের সামনে দ্রোহের গ্যালারিতে থাকা তিলোত্তমার মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় মূর্তিটির মুখ।

গতকাল, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতা মেডিকেল কলেজের সামনে 'দ্রোহের গ্যালারি ' তৈরী করেছিলেন জুনিয়র চিকিসকেরা। এদিন নাগরিক সমাজ ও জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা তিলোত্তমার সুবিচারের দাবিতে মশাল হাতে পথে নামেন। এই প্রতিবাদ বিক্ষোভ যখন চলছে, সেই সময় দ্রোহের গ্যালারিতে থাকা তিলোত্তমার মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় মূর্তিটির মুখ। তবে সিসিটিভি ফুটেজ কাউকে চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসক সহ প্রতিবাদকারীদের একাংশ।