Tigress Zeenat | অবশেষে বাগে এলো জিনাত! বাঁকুড়ায় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনি
Sunday, December 29 2024, 11:52 am
Key Highlights
রবিবার বাঁকুড়ায় বনদপ্তর কর্মীদের ছোড়া ঘুমপাড়ানি গুলি লাগে জ়িনাতের গায়ে। এরপরেই বাগে আসে বাঘিনি
অবশেষে বাগে এলো বাঘিনি জিনাত! রবিবার বাঁকুড়ায় বনদপ্তর কর্মীদের ছোড়া ঘুমপাড়ানি গুলি লাগে জ়িনাতের গায়ে। এরপরেই বাগে আসে বাঘিনি। গত ১৫ নভেম্বর বছর তিনেকের জ়িনতকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে এনে ২৪ নভেম্বর গলায় রেডিয়ো কলার পরিয়ে জঙ্গলে ছাড়া হয়। এরপর সে ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে ঝাড়গ্রামের জঙ্গলপথ ধরে ঘুরে বেড়ায় পুরুলিয়া ও বাঁকুড়ায়। শনিবার বেশ কয়েকবার জিনাতের দিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও সেটা তার গায়ে লাগেনি। অবশেষে বনদপ্তর কর্মীদের বহু চেষ্টা পর রবিবার ধরা পড়লো বাঘিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বনদপ্তর
- বাঘ
- বাঁকুড়া