Tigress Zeenat । রেডিও কলার কোনো কাজেই লাগছে না, ক্রমাগত ডেরা বদলাচ্ছে বাঘিনি জ়িনাত, চলেছে মানবাজারের পথে
Friday, December 27 2024, 6:09 am
Key Highlightsঘরে ফেরার মেজাজে নেই বাঘিনি জ়িনাত! বান্দোয়ান ছাড়িয়ে এ বার পার্শ্ববর্তী ব্লক মানবাজারের পথে জ়িনাত।
ঘরে ফেরার নামও করছেনা বাঘিনী জিনাত। তাঁকে ধরার প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। মানবাজার ব্লক প্রশাসন সূত্রে খবর, বান্দোয়ানের রাইকা,ভাঁড়ারির পর এবার মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকায় ঢুকে পড়েছে জ়িনাত। সেখানকার কাঁদা মাটিতে তাঁর পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তা পরীক্ষাও করেছে বন দফতর। ইতিমধ্যেই এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। জ়িনাতকে বাগে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। ওই এলাকা যেহেতু ঘন জঙ্গলে ঘেরা নয় ফলে জিনাতকে কাবু করা সহজ হবে।

