Kolkata Metro | ১লা আগস্ট থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা মেট্রোর ৩টি স্টেশনের টিকিট কাউন্টার

Friday, July 26 2024, 1:17 pm
Kolkata Metro | ১লা আগস্ট থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা মেট্রোর ৩টি স্টেশনের টিকিট কাউন্টার
highlightKey Highlights

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা মেট্রোর তিন স্টেশনের টিকিট কাউন্টার। ১ অগস্ট থেকে বুকিং কাউন্টার উঠে যাচ্ছে কলকাতা মেট্রোর পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন।


বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা মেট্রোর তিন স্টেশনের টিকিট কাউন্টার। ১ অগস্ট থেকে বুকিং কাউন্টার উঠে যাচ্ছে কলকাতা মেট্রোর পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন। এর মধ্যে রয়েছে তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং কবি সুকান্ত স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এই স্টেশনগুলোতে টোকেন,নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কর্মী থাকবেন না। বদলে যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File