Bandak Station | ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর! হাত তোলা হলো রেল পুলিশের গায়েও!

সকালেই ব্যান্ডেল লাইনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। এবার বেলা গড়াতে ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর!
সকালেই ব্যান্ডেল লাইনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। এবার বেলা গড়াতে ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর! বৃহস্পতিবার সকালে দুটি লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে যায়। এদিকে টিকিট রোল শেষ হয়ে যাওয়ায় তা বদলানো হচ্ছিল। কিন্তু সেই সময়ই বেশ কিছু ছেলে বাকি যাত্রীদের সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর জুলুম শুরু করে। রেলের টিকিট কাউন্টারের কাচের জানলা ভাঙচুর করা হয়। এমনকী রেল পুলিশের গায়ে হাত তোলারও অভিযোগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ব্যান্ডেল
- ভারতীয় রেল
- ট্রেন