FIDE Rating । বিশ্বরেকর্ড গড়ে বাংলার মুখ উজ্জ্বল করলো তিন বছরের খুদে দাবাড়ু অনীশ
Friday, November 1 2024, 5:07 pm
Key Highlightsকনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ফিডে রেটিং পেল উত্তর ২৪ পরগনার খুদে অনীশ সরকার।
বিশ্ব দরবারে এবার বাংলার মুখ উজ্জ্বল করলো তিন বছরের খুদে! কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ফিডে রেটিং পেল উত্তর ২৪ পরগনার খুদে অনীশ সরকার। সবচেয়ে কম বয়সে ফিডে রেটিং অর্জন করেছে অনীশ। ১৫৫৫ পয়েন্ট রয়েছে অনীশের নামের পাশে। এত কম বয়সে আর কোনও দাবাড়ু ফিডে রেটিং অর্জন করতে পারেনি। পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে সকলকে চমকে দেয় বাংলার দাবাড়ু। উল্লেখ্য, এর আগে সর্বকনিষ্ঠ হিসাবে ফিডে রেটিং পাওয়ার বিশ্বরেকর্ড ছিল ভারতেরই তেজস তিওয়ারির দখলে।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

