Tamilnadu | শিক্ষকদের কাছেও নিরাপদ নয় শিশু! স্কুলেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে!

Thursday, February 6 2025, 9:24 am
Tamilnadu | শিক্ষকদের কাছেও নিরাপদ নয় শিশু! স্কুলেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে!
highlightKey Highlights

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার এক স্কুলে তিন জন শিক্ষক মিলে স্কুলেই এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ!


কোনও শিশুকে তার মা বাবার পর সুশিক্ষা দেওয়া এবং তার বড় হয়ে ওঠার পেছনে যার সবচেয়ে বেশি অবদান থাকে তিনি হলেন শিক্ষক। কিন্তু তামিলনাড়ুতে সেই শিক্ষকই ঘটালেন নারকীয় ঘটনা! তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার এক স্কুলে তিন জন শিক্ষক মিলে স্কুলেই এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ! ধর্ষণের ঘটনার পরে ওই স্কুল ছাত্রীকে হুমকিও দেওয়া হয়, যার ফলে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয় সে। এরপর পরিবারের চাপে শিক্ষকদের ন্যক্কারজনক ঘটনার কথা উগড়ে দেয় ওই ছাত্রী। ইতিমধ্যে অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট