আন্তর্জাতিককরোনায় আক্রান্ত তিনটি তুষার চিতা, আতঙ্কিত জীব বিজ্ঞানীরা।
তুষার চিতার শরীরেও এবার করোনা ভাইরাসের হদিশ পাওয়া গেল। মানুষের পরে পশু জগতের ষষ্ঠতম প্রজাতির কোনও প্রাণীর শরীরে ভয়ানক এই মহামারীর সন্ধান পাওয়া গেল। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। এর মধ্যে একটি মহিলা তুষার চিতা কেন্টাকির চিড়িয়াখানায় আর অন্য দুটি লুইসভিলের চিড়িয়াখানা রয়েছে। গত কয়েকমাসে তুষার চিতার শরীরে করোনার হদিশ পাওয়ার ঘটনা এই প্রথম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা ভুগছিল ওই তিনটি তুষার চিতা। তাদের অবস্থা দেখে সন্দেহ হয় কেন্টাকি ও লুইসভিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের।