Bharatiya Nyaya Sanhita । ভারত জুড়ে কার্যকর হলো নয়া তিন আইন! সঙ্গে সঙ্গে দায়ের হলো প্রথম FIR-ও!
Monday, July 1 2024, 6:17 am
Key Highlights১ জুলাই, সোমবার থেকে ভারত জুড়ে কার্যকর হলো নয়া তিন আইন। যথা- ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
১ জুলাই, সোমবার থেকে ভারত জুড়ে কার্যকর হলো নয়া তিন আইন। যথা- ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর এই আইন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে দায়ের হল নয়া আইনে প্রথম এফআইআর। জানা গিয়েছে, দিল্লির কমলা মার্কেট থানায় এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।অভিযোগ, নয়াদিল্লি রেলস্টেশনের ফুটব্রিজের সামনের জায়গা দখল করে বিক্রিবাটা করছিলেন।

