Child Marriage | প্রতি মিনিটে ৩জন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয় ভারতে! বাল্যবিবাহ সংকান্ত্র সব মামলা নিষ্পত্তি করতে সময় লাগবে ১৯ বছর

Thursday, July 18 2024, 2:20 pm
highlightKey Highlights

স্টাডি গ্রুপের 'টুওয়ার্ডস জাস্টিস: এন্ডিং চাইল্ড ম্যারেজ' প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দাঁড়িয়েও ভারতে প্রতি মিনিটে তিনজন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়।


 স্টাডি গ্রুপের 'টুওয়ার্ডস জাস্টিস: এন্ডিং চাইল্ড ম্যারেজ' প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দাঁড়িয়েও ভারতে প্রতি মিনিটে তিনজন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে সারা দেশে বাল্যবিবাহের মোট ৩,৫৬৩ মামলা নথিভুক্ত করা হয়েছিল, যার মধ্যে শুধুমাত্র ১৮১ মামলা সফলভাবে সমাধান করা হয়েছে, এখনও বিচারাধীন মামলার হার ৯২ শতাংশ। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, বাকি ৩,৩৬৫ মামলা নিষ্পত্তি করতে সময় লাগবে ১৯ বছর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File