Uluberia | ফুলঝুড়ির ফুলকি থেকে দাউ দাউ করে জ্বলে উঠলো ঘর! উলুবেড়িয়ায় ঝলসে মৃত্যু ৩ শিশুর
Friday, November 1 2024, 5:43 pm
Key Highlightsআগুন লাগার পর ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাগুলি। দমকল এসে তাদের উদ্ধার করলেও, ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তিনজনের।
আলোর উৎসবে উলুবেড়িয়ায় নেমে এলো 'আঁধার'! বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন শিশুর! বাড়ির ভেতর ফুলঝুড়ি পোড়াচ্ছিল ওই শিশুগুলি। সে সময়ে ফুলঝুড়ির ফুলকি ঘরের কোনও কিছুতে পড়ে। আর সেখান থেকেই দাউ দাউ করে জ্বলে ওঠে ঘর। আগুন লাগার পর ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাগুলি। দমকল এসে তাদের উদ্ধার করলেও, ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি (১১),ইশান ধারা (৩) এবং মমতাজ খাতুনের (৫)। বছর উনিশের মণীশা খাতুন নামে অগ্নিদগ্ধ একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- বাজি

