Badlapur | সাড়ে তিন ও চার বছরের শিশুকে স্কুলে যৌন নির্যাতন! ক্ষতিগ্রস্ত যৌনাঙ্গের হাইমেন
Wednesday, August 21 2024, 6:32 am
Key Highlightsসাড়ে তিন বছরের শিশুকে স্কুলে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো মহারাষ্ট্রে!
সাড়ে তিন বছরের শিশুকে স্কুলে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো মহারাষ্ট্রে! জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুর যৌনাঙ্গের হাইমেন। বদলাপুরে সাড়ে তিন বছর ও চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতন করে স্কুলেরই এক পরিচারক। ১৩ অগস্ট ঘটনাটি ঘটে। নির্যাতিতা শিশুর পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে তাঁদের অভিযোগে বিশ্বাসই করতে চাইছিল না। দীর্ঘ ১১ ঘণ্টা তাদের থানাতেই বসিয়ে রাখা হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী, ২৩ বছর বয়সী অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- মহারাষ্ট্র
- শিশু যৌন নির্যাতন

