SSC | বাতিল গোটা প্যানেল, চাকরি যায়নি কেবল সোমা দাসের! কিন্তু সুপ্রিম রায়ে খুশি নন শিক্ষিকা!

সুপ্রিম নির্দেশে কর্মহীন প্রায় ২৬ হাজার। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে SSCর ২০১৬ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত।
সুপ্রিম নির্দেশে কর্মহীন প্রায় ২৬ হাজার। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে SSCর ২০১৬ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ‘মানবিকতার কারণে’ তাঁর চাকরি বহাল রেখেছিল। একই নির্দেশ দিলো সুপ্রিম কোর্টও। কিন্তু শীর্ষ আদালতের এই রায়ে খুশি নন সোমা দাস। তিনি বললেন, ‘এই রায় কোনওদিন কাম্য ছিল না। প্যানেলের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই কোনও অভিযোগ ছিল না।’