Kolkata Tram in Canada । কানাডার রাস্তায় চলবে কলকাতার ট্রাম! ফিফা বিশ্বকাপে নয়া চমক ভ‌্যানকুভারের

Wednesday, January 15 2025, 4:31 am
highlightKey Highlights

এবার কানাডার ভ‌্যানকুভার শহরে ছুটবে কলকাতার চলমান নস্ট‌্যালজিয়া। ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কানাডায় যাচ্ছে দুটি ট্রাম।


অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গত ১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে একটি প্রস্তাবে জানানো হয় বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যানকুভারে দুটি ট্রাম চায় তাঁরা। এপ্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য। ভ‌্যানকুভার সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান ঐতিহ্যের নিদর্শন হিসেবে ১.৭ কিলোমিটার বিশেষ রুটে দুটি ট্রাম চালাবে তাঁরা। পরবর্তীকালে ভারত সরকার ও রাজ্য সরকারের অনুমতিতে তা উপহার হিসেবে কানাডা সরকারকে দেওয়া হবে। তবে সবটাই নির্ভর করছে ট্রাম সংরক্ষন মামলার রায়ের ওপর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File