NASA | এবার ট্রাম্পের কোপ NASAতেও! ভারতীয় বিজ্ঞানীকে সরালো ফেডারেল প্রশাসন!

এবার নাসার এক ভারতীয় বংশদ্ভূত শীর্ষকর্তা নীলা রাজেন্দ্রকে সরিয়ে দিলেন তিনি। মার্কিন মহাকাশ সংস্থার ‘বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক’ ডিআই বিভাগের প্রধান ছিলেন নীলা।
দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ট্রাম্পের আগ্রাসন থেকে রেহাই পেলেন না ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী নীলা রাজেন্দ্র। নীলা নাসার ‘বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক’ ডিআই বিভাগের প্রধান Diversity, Equity and Inclusion Chief ছিলেন। ক্ষমতায় এসে ওই পদটিকেই উঠিয়ে দেন ট্রাম্প। এরপর তাকে ‘দলীয় উৎকর্ষতা এবং কর্মচারী সাফল্যে’র প্রধান কার্যালয়ের প্রধান করেছিল নাসা। তবে শেষরক্ষা হলো না। সেই পদ থেকেও ছাঁটাই করা হলো তাকে।