সিরি-এ তে এই প্রথমবার রোনাল্ডোর জায়গায় নামান হয় অ্যালভারো মোর্তাকে
Monday, May 17 2021, 1:50 pm
Key Highlightsসিরি-এর গ্রুপ পর্যায়ের ম্যাচে জুভেন্তাস বনাম ইন্টার মিলান মুখোমুখি হয়েছিল। এই প্রথম কোনো ম্যাচ শেষের আগেই সাইড লাইনে বসতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ম্যাচের ৭০ মিনিটে তাঁকে বদল করেন জুভেন্তাসের কোচ পির্লো। রোনাল্ডোর জায়গায় নামান হয় অ্যালভারো মোর্তাকে। রোনাল্ডো ম্যাচের ৭০ মিনিটে উঠে গেলেও এদিনের রূদ্ধশ্বাস ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়ে দেয় জুভেন্তাস। এদিন ম্যাচের প্রথম গোল আসে রোনাল্ডোর পা থেকেই। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সিআরসেভেন।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- জুভেন্টাস
- ইন্টার মিলান

