Al Jazeera | ‘এটাই আমার শেষ ইচ্ছা..’ মৃত্যু যে নিশ্চিত আগেই বুঝে গিয়েছিলেন ‘আল জাজ়িরা’র সাংবাদিক আনস!
Monday, August 11 2025, 8:27 am

রবিবার গাজ়া সিটিতে ইজরায়েলের এয়ার স্ট্রাইকে মৃত্যু হয় সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’র ৫ সাংবাদিকের।
রবিবার গাজ়া সিটিতে ইজরায়েলের এয়ার স্ট্রাইকে মৃত্যু হয় সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’র ৫ সাংবাদিকের। যার মধ্যে ছিলেন শুরু থেকে ইজ়রায়েল হামাস যুদ্ধ কভার করা সাংবাদিক আনস আল শরিফ। তাঁর মৃত্যু যে নিশ্চিত তা আগেই বুঝে গিয়েছিলেন তিনি। লিখে রেখেছিলেন তাঁর শেষ ইচ্ছার কথা। নিজের ছেলেবেলার কথা এবং সপরিবারে বাড়ি ফেরার কথার সঙ্গে আনস লিখেছেন, ‘এটাই আমার শেষ ইচ্ছা। আমার চূড়ান্ত বার্তা। আমার এই লেখা যদি আপনাদের কাছে পৌঁছয়, তাহলে বুঝবেন, ইজ়রায়েল আমাকে খুন করেছে, আমাদের কন্ঠরোধ করতে সফল হয়েছে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
- সাংবাদিক
- যুদ্ধ