Jaipur | দুই সপ্তাহে তৃতীয় বিপর্যয়, জয়পুরে ট্যাঙ্কারের ভাল্ভ ফেটে হু হু করে গ্যাস লিক, আতঙ্কিত স্থানীয়রা
বছরের শেষ দিনে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থানের জয়পুরে একটি গ্যাস ফিলিং স্টেশনে গ্যাস লিক করে স্থানীয় এলাকায় ছড়াল আতঙ্ক।
বছরের শেষ দিনে, আজ মঙ্গলবার রাজস্থানের জয়পুরে একটি গ্যাস ফিলিং স্টেশনে ঘটলো বিপর্যয়। এই স্টেশনের প্ল্যান্টে ট্যাঙ্কে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভর্তি করা হয়। এদিন বিকেল ৪টে নাগাদ হঠাৎ একটি ট্যাঙ্কারের ভাল্ভ ভেঙে যায়। প্ল্যান্ট থেকে ২০০,৩০০ মিটার পরিধি পর্যন্ত গ্যাস ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্সের দল। ভাল্ভটি বন্ধ করে তাঁরা। তবে ততক্ষনে গ্যাস এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।