দেশ

Sikkim | সিকিম যাবেন ভাবছেন? আর ফ্রি তে ঘোরা যাবেনা, এবার থেকে দিতে হবে এন্ট্রি ফি

Sikkim | সিকিম যাবেন ভাবছেন? আর ফ্রি তে ঘোরা যাবেনা, এবার থেকে দিতে হবে এন্ট্রি ফি
Key Highlights

উইকএন্ডে তিন চারদিনের ছুটি হোক বা লম্বা ছুটিতে, সিকিমের নানা প্রান্তে ঘুরতে যান বাংলা সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা। তবে এবার আর ফ্রিতে ঢোকা যাবে না সিকিমে। লাগবে এন্ট্রি ফি।

 বাংলা সহ বিভিন্ন রাজ্যের পর্যটকের কাছে লম্বা ছুটিতে সিকিম হলো ওয়ান স্টপ ডেস্টিনেশন। এবার বড় সিদ্ধান্ত নিলো সিকিম প্রশাসন। সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে পর্যটকদের মাথা পিছু ৫০ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। হোটেল চেক ইনের সময় এই ফি দিতে হবে। তবে সরকারি কাজে আসা ব্যক্তি এবং ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো এন্ট্রি ফি লাগবে না। একবার ফি দিয়ে ৩০ দিন থাকা যাবে রাজ্যে।